KGF আর পুষ্পা-আমির খান বলে কথা || newsandoffer.com

KGF আর পুষ্পা

২০১৮ সালেও কেজিএফ এর সাথে নর্থে ক্লাশ হয়েছিল শাহরুখ খানের Zero এর ।

তবুও কেজিএফ শুধু নর্থেই হিন্দি ভার্সনে ৪০ কোটি গ্রোস তুলেছিল।
যেখানে চ্যাপ্টার ১ ই এত বড় স্টারের সাথে ক্লাশে জড়িয়ে ৪০ কোটি গ্রোস তুলেছিল,সেখানে চ্যাপ্টার ২ কে অত ছোট করে দেখার মত কোন লজিক থাকতে পারে না ।

ক্রিসমাসে রিলিজ হবে বহু প্রতিক্ষীত তিনটা মুভি ।
> কেজিএফ চ্যাপ্টার ২
> লাল সিং চাড্ডা
> পুষ্প ।

KGF আর পুষ্পা

আল্লু আর্জুন নর্থেও জনপ্রিয়।

আবার কেজিএফ সব জায়গাতেই সবচেয়ে বেশী হাইপে আছে ।
আমির খানের মুভি রিলিজ হয় নি প্রায় তিনবছর হয়ে গেছে।
লাল সিং চাড্ডা মুভি নিয়েও অনেকদিন ধরে কাজ চলছে ।
আবার আমির খানের সর্বশেষ পাঁচটা মুভির মধ্যে চারটাই ক্লিন হিট ।
দুইটা অলটাইম ব্লকবাস্টার সহ একটা ব্লকবাস্টার।
> দাঙ্গাল
> পি কে
> ধুম ৩

এখন কথা হল,সবগুলোই অনেক প্রতিক্ষীত মুভি।
সবগুলোরই হিট হওয়ার সামর্থ আছে।
কেজিএফ এবং পুষ্প নর্থে যাই করুক না কেন,এগুলো সাউথে অবশ্যই সফল হবে।
আবার ক্রিসমাস এর কিছুদিন পরই রিলিজ হতে পারে রনভির সিং এর Crikus ।
কী হতে যাচ্ছে?
হিট হোক বা ফ্লপ,আমরা বাঙ্গালীরা মুভিগুলো একসাথে পাচ্ছি এটাই অনেক।

Leave a Reply

Your email address will not be published.