কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজাসহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ রকিবুজ্জামান(৩৫), পিতা-মোঃ তরিকুজ্জামান, সাং-তালবাড়িয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-আনসার উদ্দিন সড়ক, থানা-খালিশপুর; ২) মোঃ জি এম জাবেদ জাহাঙ্গীর(৪০), পিতা-জি এম আব্দুস সাত্তার, সাং-১৪নং তালতলা মসজিদ রোড, থানা-খুলনা; ৩) মোঃ রফিকুল ইসলাম@মানিক(৩৩), পিতা-রুস্তম আলী, সাং-ঠিকরাবাদ, থানা-লবণচরা, এ/পি সাং-দারুস সালাম মহল্লা, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) গোবিন্দ মন্ডল(২২), পিতা-সুনিল মন্ডল, সাং-দেবীতলা বয়ারডাঙ্গা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ৫) মোঃ লিটন শিকদার(২৬), পিতা-মোঃ রহমান শিকদার, সাং-বাগমারা আদর্শ গলি, থানা-রূপসা, জেলা-খুলনা; ৬) মোঃ সোহেল শেখ(২৩), পিতা-মোঃ আবুল কালাম, সাং-বাগমারা, থানা-রূপসা, জেলা-খুলনা; ৭) মোঃ তুহিন(২০), পিতা-মেহেদী, সাং-বাস্তুহারা কলোনী, থানা-খালিশপুর এবং ৮) মোঃ জাকির শেখ(২৩), পিতা-মোঃ জামির আলী শেখ, সাং-পুরাতন দরগাপাড়া, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।